বুধবার (২৭ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় জেলার পূর্ব মেদিনীপুরের মারিশদায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভোরে মুর্শিদাবাদের কান্দি থেকে একটি গাড়ি মারিশদায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে।
নিহতদের মধ্যে রয়েছেন, কান্দি ব্লকের কৃষি কর্মকর্তা হায়দার আলী, পুরন্দরপুরের পঞ্চায়েত সভাপতি সমরনাথ ঘোষ, পঞ্চায়েত সদস্য দেবসাগর দে, কান্দি ব্লকের পূর্ত কর্মকর্তা কালাম এবং পুরন্দরপুর অঞ্চল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া অসিত দাস। এরমধ্যে চারজন কান্দি পঞ্চায়েত সমিতির নির্বাচনে জয় পেয়েছিলেন। এছাড়া গাড়ি চালক প্রদীপ দাসেরও প্রাণ গেছে এই দুর্ঘটনায়। তারা সবাই কান্দির বাসিন্দা ছিলেন। কান্দি থেকে দিঘায় যাচ্ছিলেন তারা।
প্রাথমিক তদন্তে মারিশদার পুলিশ বলছে, দুর্ঘটনার সময় বাসটির গতি ছিল ৮০ থেকে ৯০ কিলোমিটারে। আর ওই দুই গাড়ির গতি বেশি থাকার কারণে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ লাগে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
টিএ