এর আগে মঙ্গলবার (৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে লংগাক দুতার বাসভবন থেকে নাজিবকে গ্রেফতার করে এমএসিসি। রাষ্ট্রীয় ইনভেস্টমেন্ট ফান্ড থেকে কয়েক বিলিয়ন ডলার স্থানান্তরের অভিযোগ তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।
দুই মাস আগে নির্বাচনে হেরে যাওয়া নাজিবের বিরুদ্ধে তিনটি আইন লঙ্ঘন ও একটি দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন নাজিব।
নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই দুর্নীতির অভিযোগে নাজিব তুন রাজাকের বিরুদ্ধে তদন্ত শুরু করে মালয়েশিয়ার দুদক। তদন্তের স্বার্থে নাজিবের বাড়িতে তল্লাশি চালানো হয়। একই অভিযোগে নাজিবের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এনএইচটি