পুলিশ বলছে, প্রতিবাদকারী ওই নারীর নাম থেরেসি প্যাট্রিসিয়া ওকোমো। বুধবার (০৪ জুলাই) তিনি প্রায় তিনঘণ্টা নিয়ে স্ট্যাচু অব লিবার্টির পাদদেশে উঠেন।
নিউইয়র্ক পুলিশ দফতরের এক সদস্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে জানান, থেরেসি প্যাট্রিসিয়া ওকোমো নামের ওই নারী একটি প্রতিবাদকারী দলের সদস্য। তিনি বিচ্ছিন্ন শিশুদের মুক্ত করে পরিবারের হাতে না-তুলে দেওয়া পর্যন্ত নেমে আসবেন না বলে জানিয়েছিলেন। পরে সমঝোতার মাধ্যমে তাকে নামিয়ে আনা হয়।
‘রাইজ অ্যান্ড রেসিস্ট’ প্রতিবাদকারীদের অন্যতম সংগঠক মার্টিন জোসেফ কুইন বলেন, ওই নারী তাদের সদস্য। কিন্তু তার এ প্রতিবাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা এ সম্পর্কে কিছুই জানেন না।
এর আগে ‘রাইজ অ্যান্ড রেসিস্ট’ নামের একটি অ্যাকটিভিস্ট গ্রুপ স্ট্যাচুর নিচে ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতির প্রতিবাদ জানায়। তখন বেশকিছু প্রতিবাদকারীকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এএইচ/ওএইচ/