সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যে উদ্ধারকারী দলের প্রধান জানান, আজ হতে চলেছে কেয়ামতের দিন! আটকে পড়া বাচ্চারা সেখান থেকে বেরিয়ে আসার জন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।
জানা যায়, রোববার স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া এ উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন পাঁচ সদস্যের থাইল্যান্ডের এলিট নেভি সিল ও ১৩ জন বিদেশি ডুবুরি।
গত ২৩ জুন ১১ থেকে ১৬ বছরের ১১ জন ক্ষুদে ফুটবলার তাদের ২৫ বছর বয়সী কোচসহ হারিয়ে যায়। তারা তাদের বার্ষিক ভ্রমণ ও ফিল্ড ট্রিপের জন্য বের হয়েছিল। ২ জুলাই দেশটির চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় ব্রিটিশ ও থাই ডুবুরি দল কোচসহ নিখোঁজ ১২ ফুটবলারের সন্ধান পায়।
বন্যার পানির কারণে গুহার অনেক স্থান ডুবে রয়েছে, এতে অক্সিজেনের স্বল্পতা তৈরি হয়েছে। এরই মধ্যে অক্সিজেন দিতে গিয়ে প্রাণ গেছে এক ডুবুরির। ফেরার পথে ট্যাংকে অক্সিজেন ফুরিয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়।
আরও পড়ুন:
ঝুঁকির মুখে থাইল্যান্ডের গুহায় আটকে পড়া শিশুরা
ক্ষমা চেয়ে খুদে ফুটবলারদের ‘বাবা-মাকে’ কোচের চিঠি
গুহায় শিশুদের অক্সিজেন দিতে গিয়ে প্রাণ গেল ডুবুরির
গুহায় আটকা পড়া শিশুরা ‘সুস্থ’ আছে
গুহায় আরও মাসখানেক থাকতে হতে পারে খুদে ফুটবলারদের
থাইল্যান্ডে নিখোঁজ ফুটবল দলের সন্ধান, সবাই জীবিত
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এনএইচটি