২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিষয়ে দর কষাকষির দায়িত্ব দিয়ে ডেভিডকে মন্ত্রিসভায় আনেন টেরিজা।
রোববার (৮ জুলাই) ডেভিসের পরই তার দফতরের উপমন্ত্রী স্টিভেন বেকারও পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
ডেভিস তার পদত্যাগপত্রে লিখেছেন, যে নীতি আর কৌশল নিয়ে প্রধানমন্ত্রী মে এগোচ্ছেন তাতে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে পারবে বলে মনে হচ্ছে না।
তার জবাবে টেরিজা মে জানান, শুক্রবার মন্ত্রিসভার সম্মতি পাওয়া প্রস্তাবকে যেভাবে ডেভিস বর্ণনা করেছেন তার সঙ্গে তিনি একমত নন।
ডেভিস সরে যাওয়ায় তিনি দুঃখ পেয়েছেন বলে প্রধানমন্ত্রী জানান। তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার জন্য যে দায়িত্ব ডেভিড পালন করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন টেরিজা।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এএটি/আরআর