মঙ্গলবার (১০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবরে এমনটাই জানিয়েছে।
খবরে বলা হয়, টানা বৃষ্টির কারণে মুম্বাইয়ের সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ট্রেন যোগাযোগে বিঘ্ন ঘটছে।
ভারতের ওয়েস্টার্ন রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমে বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে আপ ও ডাউন লাইনে সাময়িক সমস্যা হচ্ছে। লোকাল লাইনে চলাচলকারী ট্রেনগুলোও নির্ধারিত সময়ে আসা-যাওয়া করতে পারছে না।
বৃষ্টিতে মুম্বাইয়ের গান্ধী মার্কেট স্ট্রিট, সিওন হাইওয়ে, চেম্বার, ভাদালা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া অনেক বাড়ি-ঘরও তলিয়ে গেছে বৃষ্টির পানিতে।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মুম্বাই মেট্রোপলিটন এলাকায় স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী।
তবে চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে দেশটির আবহাওয়া দফতরের পূর্বাভাস। পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মুম্বাই ও এর আশপাশের এলাকায়।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এমএ