দেশটির সরকার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার (১১ জুলাই) বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন শিনজো আবে।
জাপানে টানা বৃষ্টিতে বন্যা, ভূমিকম্পসহ বিভিন্ন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়েছে।
এদিকে, চলতি সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী দেশটিতে ভয়াবহ বন্যাসহ বিভিন্ন বিপর্যয়ের কারণে বিদেশ সফর স্থগিত করেছেন।
বন্যাদুর্গত মানুষদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করেছেন শিনজো আবে। তবে জনসম্মুখে কোনো বক্তব্য দেননি তিনি।
বিবৃতিতে সরকারি মুখপাত্র ইয়শহিহিদে সুগা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা নীতি পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অন্যান্য বছরের তুলনায় এবার ভারী বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। বিপর্যয় কাটিয়ে উঠতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, জাপানের পশ্চিমাঞ্চল ও কেন্দ্রীয় অঞ্চলের ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এএইচ/টিএ