ন্যাটো প্রধান জেন্স স্টলেনবার্গের সঙ্গে বৈঠকে তিনি বলেন, জার্মানি রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জার্মানির আমদানি করা গ্যাসের ৭০ ভাগ রাশিয়ার।
এ সময় তিনি ন্যাটো পরিচালনার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোর পর্যাপ্ত অর্থ পরিশোধের ব্যর্থতার অভিযোগ তোলেন।
এদিকে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিয়ত ইউরোপ সমালোচনার অভিযোগ তুলছেন। টুইট বার্তায় টাস্ক লিখেছেন, প্রিয় আমেরিকা তোমার বন্ধুদের সম্মান করো। সবশেষে তোমার খুব বন্ধু নেই।
টাস্ক বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন প্রতিরক্ষা খাতে রাশিয়ার থেকে বেশি ব্যয় করে। এটা প্রায় চীনের সমান। পুতিন সম্পর্কে টাস্ক বলেছেন, এটা সবসময় জানা যায়, কে আপনার কৌশলী বন্ধু আবার কে আপনার কৌশলী শত্রু।
বুধবার (১১ জুলাই) থেকে ন্যাটো সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনের এক সপ্তাহ পর হেলসিংকিতে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এএইচ/টিএ