ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডের সেই গুহা হবে জাদুঘর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
থাইল্যান্ডের সেই গুহা হবে জাদুঘর থাম লুয়াং গুহা। ছবি: সংগৃহীত

ঢাকা: থাইল্যান্ডের যে গুহায় ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ প্রায় দুই সপ্তাহ আটকে ছিল, সেই গুহাকে জাদুঘর বানানো হবে। খুদে ফুটবলারদের উদ্ধার অভিযান প্রদর্শন করা হবে জাদুঘরটিতে।

বুধবার (১১ জুলাই) উদ্ধার অভিযানের প্রধান নারংসাক অসোততানকরণ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় খোঁজ মেলে খুদে ফুটবলারদের।

এরপর মঙ্গলবার (১০ জুলাই) শেষ হয় তিন দিনব্যাপী উদ্ধার অভিযান। গুহার ভেতর থেকে সবাইকে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের প্রধান বলেন, গুহার এ অঞ্চলটি জীবন্ত জাদুঘর হবে। যেখানে খুদে ফুটবলারদের কিভাবে উদ্ধার করা হয়েছে তা দেখানো হবে। একটি মিথস্ক্রিয়ামূলক তথ্য ভাণ্ডার সেখানে স্থাপন করা হবে।

তিনি এও বলেন, এটি হবে থাইল্যান্ডের আরেকটি আকর্ষণীয় স্থান।

কিন্তু দেশটির প্রধানমন্ত্রী প্রযুত চান-ওচা বলেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গুহার ভেতর-বাইরে অতিরিক্ত সতকর্তা জারি করা হবে।

এদিকে, দেশটির ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ ও প্ল্যান্ট কনজারভেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল চংক্লাই ওরাপংসথারোন বলেছেন, মঙ্গলবার থেকে গুহাটি বন্ধ করা হয়েছে। তবে কতোদিন বন্ধ থাকবে এ বিষয়ে তিনি কিছু বলেননি।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।