ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যাকাশে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগোর ২ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
মধ্যাকাশে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগোর ২ ফ্লাইট ফাইল ফটো

ভারতের বেঙ্গালুরুর আকাশে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ এড়িয়েছে ইন্ডিগো এয়ারলাইনের দুইটি ফ্লাইট। এতে প্রাণে বেঁচে যান ওই ফ্লাইট দু’টির ৩৩০ জন যাত্রী।

মঙ্গলবার (১০ জুলাই) এ ঘটনা ঘটে। জানা যায়, প্লেন দু’টির মধ্যে একটি ছিল কোয়েম্বাটুর থেকে হায়দ্রাবাদ এবং অন্যটি ছিল বেঙ্গালুরু থেকে কোচি রুটের।

এরমধ্যে হায়দ্রাবাদগামী প্লেনটিতে ছিল ১৬২জন যাত্রী এবং অন্য প্লেনে ১৬২ জন যাত্রী।

জানা যায়, প্লেন দুটি ভার্টিকালভাবে (ওপর-নিচ) ২০০ ফুট বিপদজনক দূরত্বে পৌঁছে যায়। মূলত, প্লেনের সংঘর্ষ এড়ানোর অ্যালার্ম সিস্টেমের (টিসিএএস) মাধ্যমে মাঝ আকাশের এই ভয়াবহ সংঘর্ষ এড়ানো যায়।  

ইন্ডিগোর একজন মুখপাত্র জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড (এএআইবি)।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।