শনিবার (১৪ জুলাই) থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানান, ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছে। আগামী ১৯ জুলাই হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে একটি ভিডিও ফুটেজ দেখানো হয়। সেখানে দেখা যায়, ওয়াইল্ড বোয়ার ফুটবল টিমের সদস্যরা হাসপাতালের বিছানায় বসে আছে এবং উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানাচ্ছে।
১৪ বছর বয়সী নোতে জানায়, আমার স্বাস্থ্য আগের চেয়ে ভালো। আমাকে উদ্ধার করার জন্য ধন্যবাদ।
গত ২৩ জুন থাইল্যান্ডের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় গিয়ে হারিয়ে যায় ওয়াইল্ড বোয়ার ফুটবল টিমের ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের কোচ। পরে ২ জুলাই উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় তাদের সন্ধান পায় অনুসন্ধানী দল।
০৮ জুলাই স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয় বিপদজনক উদ্ধার অভিযান। প্রথমদিন ব্রিটিশ ও থাই ডুবুরি দল চারজনকে উদ্ধার করেন। এরপর সোমবার সকাল ১১টা থেকে আবারও অভিযান শুরু হয়। এরপর দ্বিতীয় দিনে আরও চারজন এবং তৃতীয়দিন বাকি পাঁচজনকে গুহা থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
থাই গুহার উদ্ধার অভিযানের শুরু থেকে শেষ
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এএইচ/এনএইচটি