ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জর্দানে আব্বাস-এহুদ বারাক গোপন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০
জর্দানে আব্বাস-এহুদ বারাক গোপন বৈঠক

জেরুজালেম: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রতিরা মন্ত্রী এহুদ বারাক জর্দানের আম্মানে গোপনে বৈঠক করেছেন। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।



আগামী ২ সেপ্টেম্বর ওয়াশিংটনে দুই দেশের সরাসরি শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে।

ওই দুই নেতা জর্দানের রাজধানী আম্মানে রোববার মিলিত হন। এহুদ বারাক সেখানে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও সাাৎ করেন।

আবদুল্লাহ ও মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক বুধবার শান্তি আলোচনার উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন। সেখানে মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধামন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি শান্তি আলোচনা করবেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।