শুক্রবার (২০ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। হ্যাকারদের এই আক্রমণকে ‘উদ্দেশ্যপ্রণোদিত, সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত’ বলে উল্লেখ করা হয়।
এতে জানানো হয়, হ্যাকারা রোগীদের নাম-ঠিকানা হাতিয়ে নিলেও মেডিকেল সংক্রান্ত কোনো রেকর্ড চুরি করতে পারেনি।
কিছু ক্ষেত্রে বিতরণ করা ওষুধের তথ্যও চুরি হয়েছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, যেসব রোগীদের ওষুধের তথ্য চুরি হয়েছে, তাদের মধ্যে প্রায় ১ লাখ ৬০ হাজার জন হাসপাতাল থেকে পরামর্শ নেওয়া রোগী।
ডাটাবেজ থেকে তথ্য হাতিয়ে নিলেও কোনো কিছুই মুছে ফেলা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
ওএইচ/