সন্ত্রাসীদের দ্বারা নিহত ওই পুলিশ কনস্টেবলের নাম সেলিম আহমেদ শাহ। তিনি ছুটি কাটাতে নিজ বাড়ি কুলগামে এসেছিলেন।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, কেন্দ্রীয় পুলিশ, সেনাবাহিনী ও রাজ্য পুলিশ যৌথভাবে ওই অঞ্চলের সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
অভিযানে অংশ নেওয়া এক পুলিশ অফিসার সংবাদ মাধ্যমকে জানান, পুলিশ সন্ত্রাসীদের ঘিরে ফেললে তারা গুলিবর্ষণ শুরু করে, ফলে অভিযানটি এনকাউন্টারে পরিণত হয়।
জানা যায়, বর্তমানে কুলগাম ও অনান্তনাগ অঞ্চলে মোবাইল ইন্টারনেট সার্ভিস বন্ধ আছে।
মাসখানেক আগে, দক্ষিণ কাশ্মীরে ঈদ উদযাপনের জন্য নিজ বাড়িতে যাওয়ার পথে আওরঙ্গজেব নামের ৪৪ বছর বয়সী এক সেনাসদস্যকে অপহরণের পর হত্যা করে সন্ত্রাসীরা। গত কয়েক বছরে দক্ষিণ কাশ্মীর সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে এবং প্রায়ই পুলিশ সদস্যরা সেখানে আক্রমণের শিকার হচ্ছেন।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এনএইচটি