ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে টাইফুন ‘আমপিল’র আঘাত, সরানো হয়েছে ২ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
চীনে টাইফুন ‘আমপিল’র আঘাত, সরানো হয়েছে ২ লাখ মানুষ টাইফুনের প্রভাবে উত্তাল সমুদ্রের ঢেউ তীরে আছড়ে পড়ছে/সংগৃহীত

বছরের দশম টাইফুনের আঘাতের কবলে পড়েছে চীন। রোববার (২২ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় সাংহাইয়ের চংমিং দ্বীপে সবশেষ আঘাত হানা টাইফুনটির নাম ‘আমপিল’। 

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সাংহাই থেকে ৪৫ কিলোমিটার পূর্বে আঘাত হানা মৌসুমি ঝড়টি কেন্দ্রে আশপাশের ২৮ মিটার দূরত্ব নিয়ে শক্তি সঞ্চয় করছে।

এরইমধ্যে প্রায় দুই লাখ মানুষকে ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

উপকূলের রেস্টুরেন্টগুলো তাদের ছাদের আয়োজন স্থগিত রেখেছে।

এছাড়া পাশ্ববর্তী ঝিংজিং ও জংশুতে আরো প্রায় ৪৩ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনা মেনে অন্তত ২৮ হাজার জাহাজ ও ২৩ হাজার মাছ ধরার নৌকা ঝিংজিং বন্দরে ফিরে এসেছে।

প্রাথমিক টাইফুনের আঘাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে এরইমধ্যে টাইফুনের আঘাত প্রবণ এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।