ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে চুক্তি চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে চুক্তি চায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানকে পরমাণুশক্তিচ্যুত করার বিষয়ে একটি চুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৪ জুলাই) এক বক্তব্যে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে তিনি এক টুইট বার্তায় ইরানকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা দেখবো কি ঘটে। কিন্তু আমরা একটি ‘বাস্তব চুক্তি’র ব্যাপারে প্রস্তুত। তবে আগের প্রশাসনের মতো কোনো চুক্তি করতে চাই না। আগের চুক্তিগুলো বিপর্যয় ডেকে এনেছে।  

এর আগে মার্কিন প্রেসিডেন্ট এক টুইট বার্তায় লেখেন, আর কখনই আগের মতো যুক্তরাষ্ট্রকে শাসাবেন না। এরকম হলে আপনাদের আগের মতো ভুগতে হবে। সোমবার (২৩ জুলাই) ডোনাল্ড ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাতিল করে দেয় ইরান।

এদিকে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, এখন দায়িত্ববান রাষ্ট্র হিসেবে নিজেদের উপস্থাপন করার সময় এসেছে ইরানের। তারা বিপ্লবী সংগঠন হিসেবে আর দায়িত্বহীনের মতো আচরণ করতে পারবে না। ওই অঞ্চলে তারা সন্ত্রাসবাদ, কলহ সৃষ্টি করতে চায়।  

তিনি আরও বলেন, আমার মনে হয় আমাদের প্রেসিডেন্ট খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তারা (ইরান) ভুল পথে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।