ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিরাপত্তা দিয়ে ৯০০ কোটি রুপি নিলো পাকিস্তান সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
নিরাপত্তা দিয়ে ৯০০ কোটি রুপি নিলো পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের জাতীয় নির্বাচন। ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের জাতীয় নির্বাচনে নিরাপত্তায় দায়িত্ব পালন করে ৯০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছে দেশটির সেনাবাহিনী। অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে তাদের এই অর্থ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ জুলাই) ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সেক্রেটারি ইয়াকুব ফাতেহ মোহাম্মদ।

তিনি বলেন, ২০১৮ সালের সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যয় হয়েছে।

সৈন্যদের ও নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যয়ও এর মধ্যে অর্ন্তভুক্ত।  

স্থানীয় সংবাদমাধ্যম ডন এর রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালের নির্বাচনে সামরিক ব্যয় আগের দু’টি সাধারণ নির্বাচনের ব্যয়ের চেয়েও বেশি। এ নির্বাচনের সামরিক ব্যয়ের অধিকাংশই সৈন্য নিয়োজনের পেছনে খরচ হয়েছে।  

২০০৮ সালের সাধারণ নির্বাচনে দেশটির ব্যয় হয় ১৮৪ কোটি রুপি, যেখান থেকে সেনাবাহিনীকে দেওয়া হয় ১২ কোটি রুপি। আর ২০১৩ সালের সাধারণ নির্বাচনে ব্যয় বেড়ে হয় ৪৭৩ কোটি রুপি, যেখানে সেনাবাহিনী নেয় ৭৫.৮ কোটি রুপি।  

এছাড়া নির্বাচনে প্রথবারের মতো ওয়াটার মার্ক ব্যালট পেপার ব্যবহারের জন্যও ব্যয় বেড়েছে বলে জানান ইয়াকুব ফাতেহ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।