ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর আমেরিকায় প্লেন বিধ্বস্ত, প্রাণহানি ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
উত্তর আমেরিকায় প্লেন বিধ্বস্ত, প্রাণহানি ৩ প্লেন দুর্ঘটনাস্থল। ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর আমেরিকার গ্রামীণ রাজ্য মেইনে একটি প্লেন বিধ্বস্ত হয়ে তিন যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৩০ জুলাই) রাজ্যটির গ্রিনভিল মিউনিসিপাল বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার (৩১ জুলাই) জানিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

এফএএ বলছে, প্লেন দুর্ঘটনাটি তদন্তাধীন।

কি কারণে ছোট্ট এ প্লেনটি বিধ্বস্ত হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

গ্রিনভিল পুলিশ বিভাগের এক মুখ্যপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, প্লেন দুর্ঘটনায় যে তিন যাত্রী নিহত হয়েছেন, এখনও তাদের পরিচয় জানা যায়নি। তবে দুর্ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলেন, টুইন-ইঞ্জিনের প্লেনটি কানাডিয়ান প্রদেশ ওন্তরিও শহরের পেমব্রোক থেকে কানাডার প্রিন্স অ্যাডওয়ার্ড দ্বীপে যাওয়ার উদ্দেশে উড্ডয়ন করেছিল। পরে সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় সামান্য সমস্যায় গ্রিনভিল মিউনিসিপাল বিমানবন্দরের কাছে প্লেনটি বিধ্বস্ত হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।

এদিকে, দুর্ঘটনাটি তদন্ত করে মঙ্গলবার আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে এফএএ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।