শনিবার (০৩ নভেম্বর) রাতে শহরের এক্সপ্রেসওয়ে টোল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
রোববার (০৪ নভেম্বর) লানঝু শহরের প্রচার বিভাগ জানায়, রাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে টোল স্টেশনের লাইনে দাঁড়িয়ে থাকা ৩১টি প্রাইভেটকারের ওপর উঠিয়ে দেয়।
সম্প্রতি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকুইং শহরের যাত্রী ও চালকের মধ্যে বাকবিতণ্ডার পর নারী যাত্রীর মারধরের ঘটনায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নদীতে পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়। শুধু ২০১৫ সালেই চীনজুড়ে দুর্ঘটনায় মারা গেছে ৫৮ হাজার মানুষ।
সমীক্ষা বলছে, দেশটিতে প্রায় ৯০ শতাংশ দুর্ঘটনার কারণ ট্রাফিক আইন লঙ্ঘন।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এপি/এনটি