ইরানের অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আমরা গর্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভঙ্গ করবো।
ট্রাম্প প্রশাসন ২০১৫ সালে ইরানের পরমাণু চুক্তির পর যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল, তা পুনর্বহাল করার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন হাসান রুহানি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ইউরোপীয় যে দেশগুলো ইরানের পরমাণু কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণে রাখার জন্য পরিকল্পিত চুক্তির অংশ হিসেবে রয়েছে, তারা বলছে, এ নিষেধাজ্ঞা উপেক্ষা করতে সহায়তা করবে। কিন্তু এটি কতোটা সফল হবে, তাতে সন্দেহ আছে।
ইরানকে চাপে রাখার জন্যে ট্রাম্প প্রশাসন ২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী যেসব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল, তা আবার আরোপ করতে যাচ্ছে। তারা তেল রফতানি, শিপিং ও ব্যাংকগুলোকে এই নিষেধাজ্ঞার আওতায় রাখবে। যা তেল সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে ব্যবসা করতে কঠিন পরিবেশ সৃষ্টি করবে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
টিএ