ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে নির্বাচনকালীন হামলায় নিহত ৫৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
আফগানিস্তানে নির্বাচনকালীন হামলায় নিহত ৫৬ ...

আফগানিস্তানে গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে বাধা দিতে তালেবানরা বেশ কয়কেটি ভোটকেন্দ্রে হামলা চালায়। আর তাতে ৫৬ জন নিহত হয়েছেন।

জাতিসংঘ বলছে আফগানিস্তানে সংসদীয় নির্বাচনের সময় ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের সংখ্যা গত চারটি পূর্ববর্তী নির্বাচনের চেয়েও বেশি।

জাতিসংঘ প্রতিবেদন বলছে, অক্টোবরের ২০ তারিখ এবং ভোটের দিনগুলোতে ৪৩৫ জন আহত হয়েছেন এবং এর মধ্যে ৫৬ জন মারা গিয়েছেন।

তবে তিন সপ্তাহ ধরে নির্বাচনী প্রচারণায় যারা আহত হয়েছেন তাদের ছাড়াই এই রিপোর্ট তৈরি করা হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়, তালেবানরা হামলায় রকেট গ্রেনেড এবং মর্টারের মতো বিস্ফোরক যন্ত্র ব্যবহার করেছে।

আফগানিস্তানে সংগঠিত এসব বেসামরিক জনবহুল এলাকায় হামলার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

আফগানিস্তানে নির্বাচনে কিছু হামলা তালেবান ছাড়াও ইসলামিক স্টেট (আইএস) করেছে বলেও দাবি করা হয়।  

২০১৬ সাল থেকে গতকাল পর্যন্ত আফগানিস্তানে মোট ১৭৭ বার হামলা করা হয় আর তাতে নিহত ২৭৯৪ জন, আহত হয়েছে ৪৩১৯ জন।

বাংলাদশে সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।