গত মাসে ইউরোপীয় কমিশন ইতালির বাজেটকে প্রত্যাখ্যান করে বলেছিল, এটি ইউরোপীয় ইউনিয়নের আর্থিক নিয়মগুলির ভয়ানক লঙ্ঘন এবং এর ফলে দেশটির জনসাধারণের বিশাল ঋণের পরিমাণ বাড়তে পারে।
পিয়েরে মস্কোভিসি ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকের এক সময় সাংবাদিকদের বলেন, আমরা ইতালির বিষয়ে সংলাপ করতে চাই আর যদি সংলাপে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি তবে অবশেষে নিষেধাজ্ঞাগুলি প্রয়োগ করা যেতে পারে।
তিনি জোর দিয়ে বলেন, বাজেট পরিকল্পনা পরিবর্তনের জন্য তাদের হাতে ১৩ নভেম্বর পর্যন্ত সময় আছে। তারা এখনও সিদ্ধান্ত নেননি। কিন্তু যদি ইতালি ইউরোপীয় ইউনিয়নের নিয়ম মেনে চলতে না পারে তাহলে তাদের ফলাফল ভোগ করতে হবে।
আমরা ইতালির সরকারের কাছ থেকে ১৩ নভেম্বরের আগে শক্তিশালী ও যথাযথ উত্তর আশা করছি-যোগ করেন তিনি।
এর আগে সোমবার (৫ নভেম্বর) ইতালির অর্থমন্ত্রী জিওভান্নি ট্রিরিয়া বাজেটের কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছিলেন।
বাংলাদেশ সময়: ০৫০৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
আরআর