বুধবার (০৭ নভেম্বর) হিথ্রো বিমানবন্দর জানায়, যে সমস্যা দেখা দিয়েছিল, সেটা প্রায় সমাধান করা হয়েছে। তারপরও সতর্ক করে বলা হচ্ছে, যাত্রীদের বিমানবন্দরে আসার আগে নির্দিষ্ট এয়ারলাইন্সে ফ্লাইট সম্পর্কে সময়সহ বিস্তারিত জেনে আসতে হবে।
সংবাদমাধ্যম বলছে, যাত্রীরা অভিযোগ করেছেন যে, বুধবার ভ্রমণের জন্য বিমানবন্দরে আসলেও তাদের ফ্লাইট উড্ডয়নের জন্য অনুমোদন দেওয়া হয়নি।
এর আগে স্থানীয় সময় সকালে শেষ ফ্লাইট অবরতণ করে বিমানবন্দরটিতে।
তাৎক্ষণিকভাবে কিছু ফ্লাইট এখান থেকে সরিয়ে নেওয়া হবে। তবে কর্তৃপক্ষ পরে জানিয়েছে, বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া কিছু সময়ের মধ্যেই আবার ফ্লাইট সিডিউল ধরা যাবে।
হিথ্রো বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়েছে, রানওয়ের লাইটিংয়ে সাময়িক সমস্যার পর এখন থেকে চালু হয়েছে এবং কাজ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
টিএ