ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বহরের গাড়ি দুর্ঘটনায় আহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বহরের গাড়ি দুর্ঘটনায় আহত ২ ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে, ছবি: সংগৃহীত

ঢাকা: বেলজিয়ামে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র গাড়ি বহরের সঙ্গে সম্পৃক্ত একটি প্রাইভেট কার ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আর টেরিজা ওই বহরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিকেলের সঙ্গে ছিলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।

শুক্রবার (০৯ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ফ্রান্স এবং বেলজিয়ামের মধ্যে যুদ্ধবিরতি দিবস (১১ নভেম্বর) উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী যুদ্ধে শহীদদের সমাধিতে শ্রদ্ধা দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

তবে কর্তৃপক্ষ দাবি করছে, যে গাড়িটি দুর্ঘটনায় পড়েছে, সেটি প্রধানমন্ত্রীর বহরের নয়।

এটি বহিরাগত কোনো গাড়ি।

শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও বেলজিয়ান প্রধানমন্ত্রী চার্লস মিকেলকে সঙ্গে নিয়ে থেরেসা শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।