প্রধানমন্ত্রী পদে রদবদলের প্রেক্ষিতে শুরু হওয়া সাংবিধানিক সংকটের মধ্যে শুক্রবার (৯ নভেম্বর) এ ঘোষণা দেন সিরিসেনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, প্রেসিডেন্ট সংসদ ভেঙে দেওয়ার নির্দেশ সংক্রান্ত একটি আদেশে সই করেছেন।
তবে প্রেসিডেন্টের এ সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারবে কিনা তা স্পষ্ট নয় বলে জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম।
দু’সপ্তাহ আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে বরখাস্ত করে নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকে নিযুক্ত করেন সিরিসেনা। এরপর থেকে দেশটিতে সাংবিধানিক সংকট শুরু হয়।
গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহ প্রধানমন্ত্রীর বাসভবন না ছেড়ে জনপ্রিয়তার বিচার করতে একটি সংসদীয় নির্বাচনের দিতে আহ্বান করেন।
তখন রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করার পাশাপাশি সিরিসেনা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সংসদ স্থগিত করেন। এরপর আস্থাভোটে উতরে যাওয়ার বিষয়ে ক্ষমতাসীনরা সংশয় প্রকাশ করলে সংসদই ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট।
এদিকে বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) অভিযোগ করেছে, প্রেসিডেন্ট সিরিসেনা মানুষের অধিকার ও গণতন্ত্র লুট করছেন।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এপি