বৃহস্পতিবার (০৮ নভেম্বর) ব্রিটেনের নিলামকারী সংস্থা ‘ক্রিস্টিজ’ অনলাইন নিলামে তোলে হুইলচেয়ারটিসহ তার ব্যবহার করা বেশ কিছু জিনিসপত্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, হকিংয়ের ব্যবহার করা মোটরচালিত ওই হুইলচেয়ার, একাধিক নিবন্ধের পাণ্ডুলিপি ও বেশ কিছু মেডেল নিলামে বিক্রি হয়েছে।
হকিংয়ের লেখা ‘প্রপার্টি অফ এক্সপ্যান্ডিং ইউনিভার্সেস’ নামের গবেষণাপত্রটি বিক্রি হয় সাত লাখ ৬৭ হাজার ডলারে। এছাড়া হকিংকে নিয়ে লেখা টেলিভিশন সিরিয়াল ‘দ্য সিম্পসনস’ চিত্রনাট্যটি বিক্রি হয়েছে আট হাজার ডলারের বেশি দিয়ে।
গত ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিলামে স্টিফেন হকিংয়ের ২২টি জিনিস তোলা হয়।
এ বছরের মার্চে ৭৬ বছর বয়সে না ফেরার দেশে চলে যান স্টিফেন হকিং।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এপি/টিএ