শনিবার (১৭ নভেম্বর) পাঞ্জাবের মোহালির একটি হাসপাতালে ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর।
বলিউড অভিনেতা সানি দেওলের বর্ডার সিনেমায় চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে কুলদীপ সিং চাঁদপুরীর বীরত্ব কথা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর কমান্ডিং অফিসার ছিলেন মেজর কুলদীপ সিং চাঁদপুরী। ৭১’র যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশের পাশে ছিল ভারত।
যুদ্ধের প্রথম দিন থেকে শুরু করে কুলদীপ সিং চাঁদপুরীর পোস্টিং ছিল পশ্চিমা সেক্টরে। তখন তিনি ১০০ সদস্যের একটি দলের কমান্ডার ছিলেন। তখন মাত্র ১০০ সৈনিক নিয়ে রাজস্থানের লাঙ্গোয়াল বর্ডারে ৪০ ট্যাঙ্কসহ ২ হাজার পাকিস্তানি সৈনিককে পিছু হটতে বাধ্য করেছিলেন তিনি।
ভারতীয় সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার হিসেবে তিনি অবসর নেন। তিন সন্তানের জনক তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এপি/এএ