রোববার (১৮ নভেম্বর) দুপুরের দিকে অমৃতসর বিমানবন্দরের আট কিলোমিটার দূরে আধিবালা গ্রামে ‘নিরঙ্করী’ নামে পরিচিত একটি সম্প্রদায়ের ওই উপাসনালয়ে এ গ্রেনেড হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুখ ঢেকে মোটরসাইকেল চড়ে আসা দুই ব্যক্তি ‘নিরঙ্করী ভবনে’ গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সুরিন্দর পল সিং সাংবাদিকদের বলেন, প্রতি রোববার ‘নিরঙ্করী’ উপাসনালয়ে হাজারো পুণ্যার্থী জড়ো হন। রোববার হামলার সময়ও উপাসনালয়ের ভেতরে ৫০০ পুণ্যার্থী ছিলেন।
সম্প্রতি রাজ্যে ৬-৭ জন সন্ত্রাসী প্রবেশে করেছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর পাঞ্জাবজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। যদিও গত সপ্তাহে পাঠানকোট শহরের মাধোপুর এলাকায় চারজনকে ধরে ফেলা হয়।
অমৃতসরে এই হামলার পর দিল্লিতে নিরঙ্করী আশ্রমেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এইচএ/