ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৫০, আহত ৭০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৫০, আহত ৭০ হামলার পর একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত ও কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

তিনি জানান, কাবুলের একটি অনুষ্ঠান হলে স্থানীয় ধর্মীয় নেতারা মিলিত হন। এ সময় হামলাকারী সঙ্গে আনা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।  এতে এতো সংখ্যক মানুষের হতাহতের ঘটনা ঘটে।

তালেবান আর ইসলামিক স্টেট প্রায় এ ধরনের হামলা চালিয়ে থাকে আফগানিস্তানে।  

তবে প্রাথমিকভাবে এখনোও কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এপি /জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।