ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উগান্ডায় নৌকা ডুবে ২২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
উগান্ডায় নৌকা ডুবে ২২ জনের প্রাণহানি উদ্ধার অভিযান চালাচ্ছে ডুবুরিরা। ছবি: সংগৃহীত

ঢাকা: উগান্ডায় একটি লেকে নৌকা ডুবে অনন্ত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬০ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৪ নভেম্বর) দেশটির রাজধানী কাম্পালার কাছে ভিক্টোরিয়া লেকের মুতিমার তীরে নৌকাটি ডুবে যায়। রোববার (২৫ নভেম্বর ) উগান্ডা পুলিশ হতাহতের বিষয়টি জানায়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, আনন্দ ভ্রমণ করতে গিয়ে ১০০ আরোহী নিয়ে নৌকাটি ডুবে যায়।

উগান্ডা পুলিশের অপারেশন পরিচালক আসমান মুগেনী বলেন, ইতোমধ্যে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২৬ জনকে।  নিখোঁজদের সন্ধানে উগান্ডা পুলিশের নৌ বিভাগের সদস্যরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

জীবিতদের মধ্যে একজন জানিয়েছেন, নৌকায় ৯০ জনের বেশি লোক ছিলো।

এর আগে, ১৯৬৬ সালে ভিক্টোরিয়া লেকে ডুবে প্রায় ৮০০ জনের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮  
এপি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।