ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সীমানায় প্রবেশ নিয়ে রাশিয়া-ইউক্রেন উত্তেজনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
সীমানায় প্রবেশ নিয়ে রাশিয়া-ইউক্রেন উত্তেজনা তুঙ্গে আজভ সাগরে রাশিয়ার সীমানায় ইউক্রেনের নৌজাহাজ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ার বিরুদ্ধে ক্রিমিয়া উপকূলে নিজেদের নৌজাহাজে হামলা ও জব্দের অভিযোগ তুলেছে ইউক্রেন। এই নিয়ে মস্কো-কিয়েভের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

রোববার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকালে ইউক্রেনের নৌজাহাজ আজভ সাগরে রাশিয়ার সীমানায় ঢুকলে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, ইউক্রেনের দুটি গানবোটে ও একটি টাগবোট জব্দ করেছে রাশিয়া।

এছাড়া বেশ কয়েকজন ইউক্রেনীয় ক্রু সদস্য আহত হয়েছে। এ ঘটনা দু’দেশ একে অন্যকে দোষারোপ করছে।

এদিকে সোমবার (২৬ নভেম্বর) ইউক্রেনীয় এমপিরা মার্শাল আইন ঘোষণা করার বিষয়ে ভোটাভোটির কথা রয়েছে।

তবে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের নৌ জাহাজ অবৈধভাবে তাদের সীমানায় ছিল।

আজভ সাগর ক্রিমিয়ার পশ্চিম অঞ্চলে অবস্থিত। ২০১৪ সালে এ সাগর  রাশিয়ার অন্তর্ভুক্ত হয়, আর এর দক্ষিণাঞ্চল রাশিয়ার পক্ষের বিচ্ছিন্নতাবাদীদের দখলে।

অপরদিকে ইউক্রেনীয় নৌবাহিনী বলছে, এলাকাটি ছাড়ার চেষ্টা করার পরেও রাশিয়া তাদের নৌজাহাজে হামলা চালায়। এতে ছয়জন ক্রু সদস্য আহত হয়েছেন।  

২০১৪ সালের এপ্রিলে ইউক্রেনের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের পর থেকে এখন পর্যন্ত এই অঞ্চলে ১০ হাজারের বেশি লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮ 
এপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।