শুক্রবার (০৭ ডিসেম্বর) দেশটির সিয়ারার রাজ্যের মিলাগ্রেস শহরের প্রধান সড়কে অবস্থিত দু’টি ব্যাংকে ‘জিম্মিদশা’ তৈরির পর পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, ডাকাত দলের সদস্যরা মিলাগ্রেস শহরের নির্জন ওই সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ নেয়।
এ সময় পুলিশ ও ডাকাত দলের সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় দুই শিশু ও ছয় জিম্মিসহ অন্তত ১৪ জন নিহত হন।
এ বিষয়ে রাজ্য গভর্নরের মুখপাত্র কেলিয়া জ্যাকোম বলেন, ডাকাতিতে অংশ নেওয়া ছয় ডাকাতই পুলিশের গুলিতে মারা গেছেন।
এক বিবৃতিতে পুলিশ জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে দুই ব্যাংকে ডাকাতির চেষ্টা চালায় ডাকাতরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উভয়পক্ষের মধ্যে ২০ মিনিটের মতো গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে বেশ কয়েকটি গাড়ি ও বিস্ফোরক।
তবে পুলিশের তৎপরতায় ডাকাতরা ব্যাংক থেকে কোনো অর্থ লুটে নিতে পারেনি।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এপি/জেডএস