ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্যুতের ক্যাবলে ভর করে ব্যস্ত রাস্তা পার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
বিদ্যুতের ক্যাবলে ভর করে ব্যস্ত রাস্তা পার! টেলিফোন ও বিদ্যুতের ক্যাবলে ভর করে রাস্তা পার হচ্ছেন এক ব্যক্তি। ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যস্ত শহর। ব্যস্ত শহরের বাসিন্দারাও। তবে এ ব্যস্ততায় বাদ সাধে যখন রাস্তা পার হওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা লাগে। তবে এবার এ দাঁড়িয়ে থাকা নিয়ে ট্রাফিকে ক্ষিপ্ত হয়ে অভিনব পথ বেছে নিলেনে এক পথচারী। ওই পথচারী গাড়ি এড়িয়ে উপর দিয়ে টেলিফোন ও বিদ্যুতের ক্যাবলে ভর করে রাস্তা পার হওয়ার সিদ্ধান্ত নেন। আর যেমন চিন্তা, তেমন কাজ।

সম্প্রতি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের এক পথচারী রাস্তা পার হতে এমন পন্থা বেছে নেন।

ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলেন।

যে কারণে তিনি স্পাইডার ম্যানের মতো শূন্যে শুধুমাত্র টেলিফোন ও বিদ্যুতের ক্যাবলে ভর করে রাস্তা পার হওয়ার সিদ্ধান্ত নেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বুধবার (০৫ ডিসেম্বর) সকালে হ্যানয়ের ব্যস্ত রাস্তার উপরে টেলিফোনে ও বিদ্যুৎতের ক্যাবলের লাইন ধরে হাঁটতে দেখা গেছে ওই পথচারীকে।

স্থানীয়রা বলছে, তিনি রাস্তা দিয়ে পার হওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে ট্রাফিকে ক্ষিপ্ত হয়ে এ পথ বেছে নেন।

জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার এমন দৃশ্য নিজের ফোনে ধারণ করেছেন তা থান বু নামে এক ব্যক্তি।

তিনি বলেন, আমি এখনও বুঝতে পারছি না, টেলিফোন ও বিদ্যুতের ক্যাবল টপকিয়ে ওই ভদ্রলোক ঝুঁকি নিয়ে কী করে রাস্তা পার হলেন।

আরেক প্রত্যক্ষদর্শী মিনহ চেন বলেন, আসলে এমন ব্যস্ত রাস্তায় পার হওয়াটা বেশ কঠিন। আমি মনে করি তার আইডিয়াটা বেশ স্মার্ট, যদি ক্যাবলগুলোতে বিদ্যুৎ না থাকে।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিওটি। এখানে অনেকে তাকে ‘স্পাইডার ম্যান’ উপাধিও দিয়ে ফেলেছেন।

নেগুয়েন ট্রাঙ্গ নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বেশ চমৎকার ব্যালেন্স তার। তাকে দেখে মনে হচ্ছিল ভিয়েতনামে স্পাইডার ম্যান এসেছেন। এছাড়া আমি আশা করি তিনি ঠিকঠাক মতো রাস্তা পার হতে পেরেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।