ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আস্থা ভোটের ধকলে টেরিজা মে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
আস্থা ভোটের ধকলে টেরিজা মে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। ছবি: সংগৃহীত

ঢাকা: নেতৃত্ব নিয়ে আস্থা ভোটের মুখোমুখি হতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে।

বুধবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্যরা এ ভোটে অংশ নেবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ভোটাভুটিতে হেরে দলের নেতৃত্ব থেকে ছিটকে গেলে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়াতে হতে পারে।

এছাড়া আগামী এক বছরের জন্য কনজারভেটিভ পার্টির নতুন নেতৃত্ব নির্বাচনেও অংশ নিতে পারবেন না তিনি।

১০ ডাউনিং স্ট্রিটের বাইরে টেরিজা মে বলেন, ‘আমি যা পেয়েছি, তা সঙ্গে নিয়েই এ আস্থা ভোটে লড়বো। ’

তিনি আরও বলেন, নতুন কোনো প্রধানমন্ত্রীকে সংবিধানের আর্টিকেল ৫০ বাতিল করে দিতে হবে বা পুনরায় সংশোধন করতে হবে। অন্যথায় ব্রেক্সিট বাতিল বা বিলম্ব করা সম্ভব না।

নেতৃত্ব নিয়ে প্রয়োজনীয় ৪৮টি চিঠি আসার পর টেরিজা মে এ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া নিয়ে গণভোটের পর ২০১৬ সালে প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি কনজারভেটিভ দলের প্রধান হিসেবেও দায়িত্ব নিয়েছিলেন তিনি। ব্রেক্সিট ইস্যুতে আলোচনা চালিয়ে যাওয়ায় নিজ দলের ভেতরেও সমালোচনায় পড়েন তিনি।

পর্যবেক্ষকদের ধারণা, আজকের ভোটে হেরে গেলে কনজারভেটিভ পার্টিকে নতুন নেতৃত্ব খুঁজতে হবে। এছাড়া আস্থা ভোটে অল্প ব্যবধানে জিতলেও পদত্যাগ করতে পারেন টেরিজা মে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ