পুলিশ কর্মকর্তা বেল বাহাদুর পান্ডে জানান, বাসটিতে শিক্ষকসহ মোট ৩৭ জন ছিলেন। শুক্রবার (২১ ডিসেম্বর) ডাং জেলায় শিক্ষা সফর শেষে ঘোরাহি শহরে ফিরছিল বাসটি।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীদের বয়স ১৬-২০ এর মধ্যে। এ দুর্ঘটনায় দুই শিক্ষক ও বাস ড্রাইভারেরও প্রাণ গেছে।
বেহাল সড়ক ব্যবস্থা, যানবাহন পরিচালনায় অব্যবস্থাপনা এবং বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে প্রায়ই নেপালে সড়ক দুর্ঘটনা ঘটে। এক সপ্তাহ আগেও দেশটিতে ট্রাক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের প্রাণ গেছে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
আরআর