২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার কথা। পরবর্তী সম্পর্কের রূপরেখা নিয়ে জোটটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মে।
পার্লামেন্টে সেই চুক্তি অনুমোদনের বাধ্যবাধকতায় মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোটাভুটি অনুষ্ঠিত হয়। আর এতেই ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টের ভোটাভুটিতে বড় ধরনের হার হয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে'র।
এখন টেরিজার সামনে দুটি পথ খোলা আছে। একটি হলো তিন দিনের মধ্যে পার্লামেন্টে নতুন আরেকটি চুক্তির খসড়া তোলা, অন্যটি ইইউর দেওয়া চূড়ান্ত সময়সীমা ২৯ মার্চ থেকে আবার বাড়িয়ে নেওয়া। আর তা না হলে আগামী ২৯ মার্চ এর রাতেই ইউরোপের ২৭টি দেশের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে বড় ধরনের সঙ্কটে পড়তে হবে যুক্তরাজ্যকে।
ভোটে হারার পর টেরিজা মে ঘোষণা দিয়েছেন, সরকারের বিরুদ্ধে আস্থা ভোটকে স্বাগত জানাবেন তিনি। বুধবার এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এইচএমএস/এমকেএম