তবে ভারতের হিমালয় ঘেঁষা রাজ্য উত্তরাখণ্ডের এ বিয়েটি দারুণ মুহূর্তের ছিল বলে বরযাত্রীদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে।
শুক্রবার (২৫ জানুয়ারি) এ বিয়ে অনুষ্ঠানটি হয়।
জানা গেছে, রাজ্যের ত্রিইয়ুগিনারায়ণ গ্রাম থেকে প্রায় ৮০ জন বরযাত্রী নিয়ে মাকু মঠের উদ্দেশে যাত্রা করেছিলেন বর। কিন্তু পথে তুষারপাত এবং বরফের কারণে গাড়ি আটকে যাওয়ায় তিন ভাগের দুই ভাগেরও বেশি আত্মীয়-স্বজন ফিরে যান।
বরের সঙ্গে ২৫ জনের মধ্যে ছিলেন- তার ভাই, মামা এবং বোনরা। শিশুও ছিল। তাদের কোনো কষ্টই হয়নি। বরং বরফের মধ্যে খেলতে খেলতে তারা কনের বাড়িতে পৌঁছেছেন বলে জানিয়েছেন বরের ভাই আশিষ গায়রোলা।
তিনি বলেন, ২০০২ সালে এমনই একটি বিয়ে অনুষ্ঠান দেখেছিলাম। আজ আমরা এটা নিজে করলাম। এটা নিয়ে বহু বছর আলোচনা হবে। তবে একটা মজার বিষয় হলো- সেসময়ের বরও ছিলেন সেনা সদস্য। যেমনটি আমাদের বরও।
বিয়ে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
টিএ