বুধবার (০৬ ফেব্রুয়ারি) সকালে ফরাসি গুয়ানা থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। কোরো’র এরিয়ান লঞ্চ কমপ্লেক্স থেকে উৎক্ষেপণের ৪২ মিনিটের মধ্যে জিএসএটি-৩১ কক্ষপথে অবস্থান নেয়।
আএসআরও’র সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের (এসডিএসসি) পরিচালক এস পণ্ডিয়ান বলেছেন, এরিয়ান-৫ বোর্ড থেকে জিএসএটি-৩১ সফলভাবে উৎক্ষেপণ হয়েছে। এতে আমরা খুব আনন্দিত। এছাড়া ২০১৯ সালে ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তৃতীয় সফল মহাকাশ মিশন এটি।
জিএসএটি-৩১ ভারতের ৪০তম কমিউনিকেশন স্যাটেলাইট। এটি আগের ইনস্যাট স্যাটেলাইটটিকে প্রতিস্থাপন করবে। যেটির মেয়াদ শেষের দিকে আছে।
দুই হাজার ৫৩৫ কেজি ওজনের জিএসএটি-৩১ ইনস্যাট স্যাটেলাইটের ধারাবাহিক পরিষেবা পৌঁছে দেবে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, স্যাটেলাইটটির ক্ষমতা ৪.৭ কিলোওয়াট। এর কাভারেজ এরিয়া ভারতীয় মূল ভূখণ্ড এবং দ্বীপাঞ্চল। এর মিশন মেয়াদ ১৫ বছর।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
টিএ