শুক্রবার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের অভিযোগের কারণে পূর্ব আমেরিকায় রাজনৈতিক অস্থিরতা বাড়ছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মেরিল্যান্ডের এক নারী তার বিরুদ্ধে এই যৌন হেনস্তার অভিযোগ এনেছেন।
তবে সংবাদমাধ্যম সিএনএন বলছে, ওই নারী ফেয়ারফ্যাক্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন।
এর আগে আরেক নারী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন। ১৫ বছর আগে একটি হোটেল কক্ষে ওই নারীকে ফেয়ারফ্যাক্স যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ফেয়ারফ্যাক্স।
ভার্জিনিয়ার বর্তমান গভর্নর রালফ নর্থাম। বর্ণবাদের অভিযোগে সম্প্রতি তার পদত্যাগের দাবি উঠেছে। নর্থামের পরে দেশটিতে সম্ভাব্য গভর্নর জাস্টিন ফেয়ারফ্যাক্স। গত নভেম্বরে ৩৯ বছর বয়সী ফেয়ারফ্যাক্স ডেমোক্র্যাট থেকে নর্থামের পাশাপাশি নির্বাচনে জিতেছেন।
এদিকে ইয়ারবুকে ১৯৮৪ সালের কিছু বর্ণবাদী ছবি প্রকাশ হওয়ার পর থেকে রালফ নর্থামকে রাজনৈতিকভাবে বেঁচে থাকার জন্য লড়াই করে যেতে হচ্ছে। প্রাথমিকভাবে সেসব প্রকাশিত ছবিতে নিজে থাকার কথা স্বীকার করলেও, এখন তা অস্বীকার করছেন নর্থাম।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এসএ/আরআর