ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে হামলায় নিহত প্রথম ব্যক্তির পরিচয় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
নিউজিল্যান্ডে হামলায় নিহত প্রথম ব্যক্তির পরিচয় প্রকাশ ছেলে ওমর নবী মোবাইলে বাবার ছবি দেখাচ্ছেন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ‘সন্ত্রাসী’ হামলায় নিহত প্রথম ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আফগান নাগরিক ওই ব্যক্তির নাম দাউদ নবী। তবে পুলিশ আর কারো পরিচয় প্রকাশ করেনি।

শুক্রবারের (১৫ মার্চ) বর্বরোচিত ওই হামলায় শেষ খবর পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

৭১ বছর বয়সী নবীর ছেলে ওমর একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেন, বাবা বলতেন নিউজিল্যান্ড হলো ‘জান্নাতের একটি টুকরো’।

হামলায় নিহতদের মধ্যে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। এছাড়া অন্যান্য দেশের মতো পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক দূতাবাস সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এদিকে হামলার ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড রেডক্রস। ওই তালিকায় রয়েছে তিন বাংলাদেশির নাম। তারা হলেন- মো. মোজাম্মেল হক, মো. আবদুস সামাদ ও জাকারিয়া ভুইয়া। নিখোঁজের তালিকায় রয়েছেন জর্দান, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরবের নাগরিক।

হামলায় নিহতদের মধ্যে অন্তত চারজন সোমালিয়ার নাগরিক। একজন সিরিয়ান শরণার্থী বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম।

অন্যদিকে বর্বরোচিত হামলার সন্দেহভাজন মূলহোতা অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্রেন্টন ট্যারেন্টের (২৮) বিরুদ্ধে একটি হত্যা মামলা দিয়ে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন লঙ্ঘনসহ আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, আত্মপক্ষ সমর্থনে আনার জন্য কোনো আবেদন ছাড়াই পুলিশের হেফাজতে ব্রেন্টনকে রিমান্ডে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।