রোববার (২৪ নভেম্বর) প্রদেশের মুজাফফরনগর জেলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ পুরকাজি শহরে এ ঘটনা ঘটে। ৭০ বছর বয়সী ওই শিখ বৃদ্ধের নাম সুখপাল সিং বেদি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, চলতি মাসে শিখ ধর্মগুরু নানক দেবের ৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে ৯ শ’ বর্গফুটের ওই জমি দান করেন সুখপাল।
রোববার পুরকাজিতে এক অনুষ্ঠানে সুখপাল এ ঘোষণা দেন। পরে তিনি নগর পঞ্চায়েত চেয়ারম্যান জহির ফারুকির হাতে জমির লিখিত কাগজপত্র তুলে দেন।
সুখপাল বলেন, মানুষের মধ্যে গুরু নানকের শান্তি ও ঐক্যের বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তিনি এ জমি দান করেছেন। নানক সব মানুষকে সমান মর্যাদা ও শ্রদ্ধা প্রদর্শনের শিক্ষা দেন।
পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালী করা সুখপালের এ উদ্যোগকে শিখ ও মুসলিম উভয় সম্প্রদায়ই স্বাগত জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এইচজে