বুধবার (২৭ নভেম্বর) গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে স্থানীয় সময় সকালে এ ভূমিকম্প আঘাত হানে।
দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশটির অবসরযাপনের এ দ্বীপটিতে ছয় দশমিক পাঁচ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
ভূমিকম্পের কারণে দ্বীপটির সব ভবন খালি করে দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) আলবেনিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।
ছয় দশমিক চার মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গ্রিসের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্রিট দ্বীপ। প্রতিবছর দ্বীপটিতে ৩৬ লাখ পর্যটক ভ্রমণ করতে যান।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এবি