ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ভারী বর্ষণের শঙ্কা, স্কুল-কলেজ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
তামিলনাড়ুতে ভারী বর্ষণের শঙ্কা, স্কুল-কলেজ বন্ধ তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিপাতের শঙ্কায় ভারতের তামিলনাড়ুর তিন জেলার সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তুমুল বর্ষণে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজ্যের বিভিন্ন স্থানে পানি জমে যায়, সৃষ্টি হয় ভয়াবহ যানজট।  

শুক্রবারও (২৯ নভেম্বর) বৃষ্টির ধারা অব্যাহত থাকার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

পাশাপাশি কিছু এলাকায় ভারী বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।  

আইএমডি জানায়, বৃষ্টিতে সবচেয়ে বেশি ভুগবে কাঞ্চিপুরাম, ভেল্লোর ও চেঙ্গালপেট জেলাগুলো। একারণে এই তিন জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সব পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।