শুক্রবার (২৯ নভেম্বর) কিংস্টন পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, গত বুধবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ওন্টারিও প্রদেশের মার্কহাম শহর থেকে কিংস্টন বিমানবন্দরে যাওয়ার পথে প্লেনটি বিধ্বস্ত হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কিংস্টন পুলিশের কন্সটেবল অ্যাশ গুথেনিজ বলেন, দুর্ঘটনায় প্লেনটির কোনো আরোহী বেঁচে নেই। নিহতদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার সময় ওই অঞ্চলে বাতাসের গতিবেগ অনেকটাই বেশি ছিল বলে জানান তিনি।
এদিকে এ ঘটনায় এরই মাঝে কানাডার যানবাহন চলাচল বিষয়ক নিরাপত্তা বিভাগ ‘দ্য ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’ দুর্ঘটনাস্থলে চার সদস্যের একটি তদন্ত দল পাঠিয়েছে। তারা ধংসস্তূপের পরীক্ষানিরীক্ষা ও বিস্তারিত লিপিবদ্ধ করবে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এইচজে