রোববার (০১ ডিসেম্বর) এ আগুন লাগানোর ঘটনা ঘটে বলে নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
নিরাপত্তা বাহিনী জানায়, অগ্নিসংযোগের সময় ভবনটিতে কেউ অবস্থান করছিলেন না।
অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের সন্ধান করা হচ্ছে বলে ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়।
এর আগে ২৮ নভেম্বর নাজাফের ইরানি কনস্যুলেটে প্রথমবারের মতো আগুন দেওয়া হয়েছিল।
ইরাকে চলমান বিক্ষোভে দেশটিতে ইরানি কূটনীতিক কার্যালয়ে এটি তৃতীয়বারের মতো হামলা। ৩ নভেম্বর প্রথম কারবালার ইরানি কনস্যুলেটে বিক্ষোভকারীরা হামলা করেছিলেন।
অক্টোবরের শুরু থেকেই উন্নত জীবনব্যবস্থা ও কর্মসংস্থানের ব্যবস্থাপনা এবং দুর্নীতির অবসানের দাবিতে ইরাকজুড়ে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভে এ পর্যন্ত চারশ’র বেশি ইরাকি নিহত ও ১৫ হাজারের বেশি আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এবি/