ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পদ ছাড়লেন গুগলের ২ সহ-প্রতিষ্ঠাতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
পদ ছাড়লেন গুগলের ২ সহ-প্রতিষ্ঠাতা

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শীর্ষ নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কোম্পানিটির দুই সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিন। ল্যারি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। প্রসিডেন্ট পদে ছিলেন সার্গেই। এ পরিপ্রেক্ষিতে অ্যালফাবেট ও গুগল- এই দুই কোম্পানিরই সিইও হচ্ছেন সুন্দর পিচাই। এতদিন তিনি শুধু গুগলের সিইও ছিলেন।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) তারা হুট করে পদ ছাড়ার ঘোষণা দেন। তবে পরিচালক বোর্ডের সদস্য হিসেবে থাকবেন তারা।

ঘোষণা দিয়ে একটি চিঠিতে তারা দুইজন উল্লেখ করেন, বোর্ড সদস্য, শেয়ারধারী এবং সহ-প্রতিষ্ঠাতা হিসেবে এখনও সক্রিয় অংশগ্রহণ থাকবে তাদের। তবে এসময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামো আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা বলেন, গুগল কোনো গতানুগতিক সংস্থা নয়। আমরা কখনওই ব্যবস্থাপনার পদগুলো ধরে রাখতে আগ্রহী না। সুপ্রতিষ্ঠিত দুটি প্রতিষ্ঠান গুগল ও অ্যালফাবেটের দুজন আলাদা সিইও ও একজন প্রেসিডেন্টের প্রয়োজন নেই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নের সময় ল্যারি ও সার্গেয়ের পরিচয়। ২১ বছর আগে গুগল তৈরির পর ২০১৫ সালে ‘অ্যালফাবেট ইনকরপোরেটেড’ নামে মূল প্রতিষ্ঠানের কার্যক্রম চালাতে থাকেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।