ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে জাপানি নাগরিকদের গাড়িতে হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
আফগানিস্তানে জাপানি নাগরিকদের গাড়িতে হামলা, নিহত ৬

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে জাপানি এক বেসরকারি সাহায্য সংস্থার গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় সংস্থাটির প্রধানসহ ছয়জন নিহত হয়েছেন।

বুধবার (০৪ ডিসেম্বর) প্রদেশের রাজধানী জালালাবাদে এ হামলার ঘটনা ঘটে। প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

নানগারহার প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি জানান, অজ্ঞাত বন্দুকধারীরা হঠাৎ হামলা করে পালিয়ে যায়।  

আফগানিস্তানে কাজ করা জাপানি বেসরকারি সাহায্য সংস্থা পিস জাপান মেডিক্যাল সার্ভিসের প্রধান ড. তেতসু নাকামুরাসহ সংস্থাটির সঙ্গে কাজ করা অপর পাঁচজন এ হামলায় নিহত হন।

নিহত ড. তেতসু নাকামুরা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে চাষাবাদ ও কৃষির সংস্কারের সঙ্গে জড়িত ছিলেন।  

হামলার দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি।

এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির মুখপাত্র সাদিক সাদিকি হামলার নিন্দা করে বলেন, তিনি (ড. নাকামুরা) আফগানিস্তানের মানুষের জীবন পরিবর্তনের জন্য তার জীবনকে উৎসর্গ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।