ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটিতে হামলা, গুলিবিদ্ধ কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটিতে হামলা, গুলিবিদ্ধ কয়েকজন ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটিতে বন্দুকহামলা চালিয়েছেন তাদেরই এক নাবিক। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে হামলাকারীকে প্রতিহত করার আগেই তিনি আত্মহত্যা করেন।
 

স্থানীয় সময় বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে হাওয়াই দ্বীপপুঞ্জের হনোলুলুর কাছে মার্কিন নৌ ও বিমানবাহিনীর একটি যৌথ ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। ঘাঁটি কর্তৃপক্ষ এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, হামলার পর বেশ কিছুক্ষণ ঘাঁটির কিছু অংশ বন্ধ রাখা হয়।  

এক মুখপাত্রের বরাতে হাওয়াই নিউজ জানিয়েছে, হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। এছাড়া এক প্রত্যক্ষদর্শী হামলাকারীকে নিজের ওপর গুলি চালাতে দেখেছেন।

তবে হামলাকারী মার্কিন নাবিকের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

পার্ল হারবারের এই ঘাঁটিতে মূলত মার্কিন বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের যুদ্ধজাহাজ ও সাবমেরিন মেরামত, রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণ করা হয়। এই বন্দরে ১০টি ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) ও ১৫টি সাবমেরিন রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।