শুক্রবার (৬ ডিসেম্বর) কিয়েভভিত্তিক 'ইউক্রেইনেস্কা প্রাভদা' পত্রিকায় এক সম্পাদকীয়তে উত্তরসূরী জেলেন্সকির উদ্দেশ্যে এ সাবধানবাণী উচ্চারণ করেন পোরোসেঙ্কো। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
জেলেন্সকির উদ্দেশ্যে পোরোসেঙ্কো লেখেন, পুতিনকে বিশ্বাস করবেন না। কখনো, কোনো কিছুতেই না। পুতিন বিষয়বস্তু, তথ্য, পরিসংখ্যান, মানচিত্র, আবেগ সব কিছুকেই নিজের পক্ষে কাজে লাগান। তিনি ইউক্রেন ও এর মানুষকে ঘৃণা করেন।
‘আমি খুব আন্তরিকতার সঙ্গে পরামর্শ দিচ্ছি, পুতিনের সঙ্গে একলা কোনো বৈঠকে বসবেন না। তা যদি একেবারেই অসম্ভবও হয়, তাহলে কেজিবি (রুশ গোয়েন্দা বাহিনী) বিষয়ক চাল ও তার চাতুরী প্রতিহত করুন। ’
চলতি বছরের মে মাসে নির্বাচনে পোরোসেঙ্কোকে পরাজিত করে প্রেসিডেন্ট পদে বসেন জেলেন্সকি। আগামী সোমবার (৯ ডিসেম্বর) প্যারিসে প্রথমবারের মতো ইউক্রেন-রাশিয়া সংকট নিয়ে আলোচনার উদ্দেশ্যে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন জেলেন্সকি। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল নিজের আওতায় নেওয়ার পর থেকেই এ দু’দেশের মধ্যে বৈরীভাব বিরাজ করছে।
এ সংকট নিরসনের লক্ষ্যেই জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যস্থতায় পুতিন ও জেলেন্সকি প্যারিসে বহুল আকাঙ্ক্ষিত এ বৈঠকে বসতে চলেছেন। কিন্তু হেভিওয়েট বিশ্বনেতা পুতিনের সঙ্গে জেলেন্সকির বৈঠক নিয়ে অনেকেই আশাবাদী হলেও বিশাল একটি মহল নবিশ এ প্রেসিডেন্টকে নিয়ে রীতিমত উদ্বিগ্ন বোধ করছেন। তাদের ভয় সম্মোহনী কূটনীতিক পুতিনের সাক্ষাতে জেলেন্সকি না আবার ইউক্রেনের স্বার্থসংশ্লিষ্ট বিষয়েই আপস করে বসেন।
গত মাসেই জেলেন্সকিকে ‘পছন্দনীয়’ ও ‘আন্তরিক’ বলে প্রশংসা জানিয়েছেন পুতিন। সব মিলিয়ে জেলেন্সকি তার সম্মোহনী প্রভাববলয়ে পড়ে যেতে পারেন বলে অনেকের আশঙ্কা।
এদিকে আসন্ন এ বৈঠকে যোগ দিতে এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট প্যারিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র দিমিত্রি পেস্কোভ। পুতিন এ বৈঠককে অনেক গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এইচজে