ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে ভূমিকম্প, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
ইতালিতে ভূমিকম্প, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়

ইতালির উত্তরের ফ্লোরেন্সে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবার (০৯ ডিসেম্বর) স্থানীয় সময় দিনগত রাত ৩.৩০ মিনিটে রিখটার স্কেলের চার দশমিক আট মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে বলে জানায় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

ফ্লোরেন্স থেকে ৩১ কিলোমিটার উত্তর-পূর্বে তুসকনি অঞ্চলের মুগেলা উপত্যকায় এ ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায়।

ভূমিকম্পে হতাহতের এখনো কোনো খবর পাওয়া না গেলেও ফ্লোরেন্সসহ ইতালির কেন্দ্রীয় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।

ভূমিকম্পের ফলে ইতালির সব রেল চলাচল স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রীয় রেল কোম্পানি রেটে ফেররোভিয়ারিয়া ইতালিয়ানা এক বিবৃতিতে জানায়, অবকাঠামোর অবস্থা পরীক্ষণের জন্য রেল চলাচল স্থগিত করা হয়েছে।

এদিকে আঞ্চলিক গর্ভনর এনরিকো রসি জানান, ভূমিকম্পে শহরের কিছু ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে।

ইতালির সংবাদপত্রে ওই অঞ্চলের সান সিলভেস্ত্রো গির্জাসহ বিভিন্ন ভবনের ফাটলের চিত্র তুলে ধরেছে।

ভূমিকম্পের কারণে ফ্লোরেন্সের সব স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।